সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসাধারীরা তাদের বাবা-মায়ের জন্য ১০ বছর মেয়াদি ভিসার আবেদন করার সুযোগ পাবেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গোল্ডেন ভিসা প্রকল্পের সুযোগ-সুবিধার পরিধি বাড়াতে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। গত মাস থেকে নতুন এই নিয়ম চালু করেছে দেশটি।
অ্যারাবিয়ান বিজনেস সেন্টারের অপারেশন ম্যানেজার ফিরোজ খান খালিজ টাইমসকে জানিয়েছেন, গোল্ডেন ভিসাধারী ব্যক্তিরা বাবা-মার জন্য ১০ বছর মেয়াদি ভিসা ইস্যু করতে পারবে। যা এর আগে ১ বছর মেয়াদি ভিসা দেওয়া হত।
আমিরাত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, একজন প্রবাসী তার বাবা-মাকে এক বছরের থাকার জন্য স্পনসর করতে পারেন। তার জন্য গ্যারান্টি হিসাবে ডিপোজিট পরিশোধ করতে হতো তাকে।
ফিরোজ খান আরও জানান, প্রবাসীদের ক্ষেত্রে আমিরাতে অভিভাবকদের স্পনসর করার জন্য যে ডিপোজিট করা দরকার তা গোল্ডেন ভিসাধারীদের জন্য প্রযোজ্য নয়। তাদেরকে নিজ কনস্যুলেটের অনুমোদিত একটি নথি জমা দিলেই হবে। যাতে উল্লেখ থাকতে হবে তারা তাদের বাবা-মার একমাত্র তত্ত্বাবধায়ক।