ইংল্যান্ডের বিপক্ষে সমানে সমান লড়ছে পাকিস্তান, দেখেনিন সর্বশেষ স্কোর

ফাইনাল ঠিক যেমন হওয়া উচিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তার সর্বোচ্চটাই দেখা যাচ্ছে। আগে ব্যাটিং করে অল্প পুঁজি দাঁড় করাতে পারলেও বল হাতে ইংলিশদের কাঁপিয়ে দিচ্ছে পাকিস্তানি বোলাররা। ইংল্যান্ড ইনিংসের মাঝপথেও নিশ্চিত বলা যাচ্ছে না জয়ের মালা কারা পরবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য করতে নেমে ১৩ ওভারে ৪ উইকেটে ৮৭ রান করেছে ইংলিশরা। বাটলারদের জিততে হলে করতে হবে ৭ ওভারে ৫১ রান।

মেলবোর্নে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৩৭ রান তুলতে পারে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ২৫ রান তুলে ম্যাচে ফেরার চেষ্টা করে ইংলিশরা।

তবে পাকিস্তানের পেসারদের তোপে ম্যাচের লাগাম নিজেদের দিকে টেনে ধরতে পারেনি ইংলিশরাও। ওপেনার অ্যালেক্স হেলস ১ এবং বাটলার ফেরেন ২৬ রান করে। তিনে নেমে ফিল সল্ট করেন ১০ রান। এছাড়াও হ্যারি ব্রুক করেন ২০ রান।

ইংলিশদের পক্ষে মাঠে জয়ের জন্য লড়ছেন বেন স্টোকস এবং মঈন আলী। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ২টি এবং শাদাব ও আফ্রিদি পান ১টি করে উইকেট।