বাবরের পর ইফতিখারের বিদায়, আরও বিপদে পাকিস্তান

শুরুর ধাক্কাটা সামলে পাকিস্তান বড় রানের দিকে ছুটছিল। পথ দেখাচ্ছিলেন বাবর আজম। তবে ইনিংসের ১২তম ওভারে তাকে ফেরালেন আদিল রশিদ। তাতেই পাকিস্তানের বিপদটা বাড়ল আরও।

ব্যক্তিগত তৃতীয় ওভারে আক্রমণে এসে বাবর আজমকে একটা গুগলি করেছিলেন আদিল, সেটাই ঠিকঠাক খেলতে পারেননি পাক অধিনায়ক। শেষ মুহূর্তে ব্যাট চালালেন, সেটাই লিডিং এজ হয়ে চলে গেছে আদিল রশিদের হাতে। ৮৪ রানে তিন উইকেট খুইয়ে বসে পাকিস্তান।

পরের ওভারে ইফতিখারও ধরলেন বাবরের পথ। নিজের ফেস করা আগের পাঁচ বলে রান তুলতে পারেননি। ষষ্ঠ বলে তিনি অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। পাকিস্তান নিজেদের চতুর্থ উইকেট খোয়ায় ৮৫ রানে।