১৩ ওভারে পাকিস্তানের ৮৫, নেই ৪ উইকেট

টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরে শিরোপা লড়াইয়ে এখন মুখোমুখি লড়ছে পাকিস্তান আর ইংল্যান্ড। যেখানে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও ইংলিশ বোলারদের তোপে পাকিস্তান হারায় হারিস ও রিজওয়ানের উইকেট। ৮ ওভার শেষে তাদের দলীয় রান আসে ফিফটি।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান ১৩ ওভারে ৪ উইকেটে ৯০ রান করেছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মেগা ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি জস বাটলার। পাকিস্তানের হয়ে বাবর আজমের সঙ্গে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান আউট হন ১৫ রানে।

শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণ করছিলেন রিজওয়ান। তিনি আউট হলে ব্যাট করতে আসেন হারিস। তিনি টিকতে পারেননি বেশি সময়। আসা যাওয়ার মধ্যে হারিস আউট হন ৮ রানে। তারপর বাবর আজমের সঙ্গে হাল ধরেন শান মাসুদ। ভালোই এগুচ্ছিলেন তারা দুজন । কিন্তু ইংলিশ বোলার আদিল রশীদ এসে ভাঙেন এই জুটি। নিজের বলে নিজেই ক্যাচ আউট করে বাবরকে ফেরান আদিল। আউট হবার আগে শান মাসুদ করেন ২৩ রান।

এরআগে ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালের প্রথম বলই শুরু হলো সামনের পায়ের নো বলে। ইংলিশ পেসার বেন স্টোকস পরের বলটিও দেন ওয়াইড।