রিজওয়ানের পর ফিরলেন হারিসও

টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরে শিরোপা লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান- ইংল্যান্ড। যেখানে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও পর রিজওয়ান এবং রাইস কে হারায় পাকিস্তান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৭.৪ ওভারে ২উইকেট হারিয়ে ৪৬ রান।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মেগা ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি জস বাটলার।

পাকিস্তানের হয়ে বাবর আজমের সঙ্গে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ রিজওয়ান। তিনি আউট হন ১৫ রানে। শুরু থেকেই দেখা খেলার পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণ করছিলেন রিজওয়ান।

এরআগে ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালের প্রথম বলই শুরু হলো সামনের পায়ের নো বলে। ইংলিশ পেসার বেন স্টোকস পরের বলটিও দেন ওয়াইড।

কোনও বল না খেলেই পাকিস্তানের স্কোরবোর্ডে ২ রান যোগ হয়। তবে ফ্রি হিট থেকে কোনও রান নিতে পারেনি তারা।

প্রথম ওভার শেষে কোনও বাউন্ডারি ছাড়া তারা তুলে নেয় ৮ রান। ৪ রান আসে দ্বিতীয় ওভার থেকে।