ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সৌরভ গাঙ্গুলির সরে যাওয়ার পর থেকেই গুঞ্জন ছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান পদে বসবেন তিনি। এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে গাঙ্গুলি নিজেই সেদিকে আগ্রহ দেখাননি। শীর্ষ পদ না হলেও আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্বেই থাকছেন সৌরভ।
সভাপতির পদপ্রার্থীর তালিকায় গাঙ্গুলির না থাকা এবং সভার পূর্ব মুহূর্তে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের সভাপতি তাভেংওয়া মুকুহলানি নিজের নাম সরিয়ে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন গ্রেগ বার্কলে।
চেয়ারম্যান পদে না বসলেও আইসিসির গুরুত্বপূর্ণ পদেই থাকছেন সৌরভ গাঙ্গুলি। দ্বিতীয় মেয়াদে পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক এই ভারতীয় ক্রিকেটারকে। শনিবার আইসিসির সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় ভারতীয় হিসেবে আরো একজন আছেন। তিনি হলেন জয় শাহ। প্রথমবারের মতো আইসিসির কমিটিতে পদ পেলেন তিনি। আইসিসির ফিন্যান্স অ্যান্ড কমার্সিয়াল অ্যাফেয়ার্সের প্রধান পদে নিযুক্ত করা হয়েছে তাকে।
আর সেই সুবাদে স্বভাবতই ধারণা করা হচ্ছে আইসিসি থেকে আগের চেয়ে বেশি আর্থিক সুবিধা পাবে ভারত। কেননা ফিন্যান্স অ্যান্ড কমার্সিয়াল অ্যাফেয়ার্স নির্ধারণ করে থেকে বিশ্ব ক্রিকেটে আইসিসির সকল লেনদেন।