প্রথমবারের মতো দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সফরকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তাতে চমক হিসেবে থাকছে দলে দুই নতুন মুখ। কিউই নারী দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাঘিনীরা। নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপের অধীনে এটিই হবে বাংলাদেশ দলের আইসিসি নারী ফিউচার ট্যুর প্রোগ্রামের প্রথম সফর। সাদা বলের সিরিজকে সামনে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই স্কোয়াডে নতুন মুখ হিসেবে আছেন দিলারা আক্তার ও দিশা বিশ্বাস। মূলত ঘরোয়া ক্রিকেটে ভালো করার কারণে জাতীয় দলে জায়গা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার দিলারা ও পেস বোলিং অলরাউন্ডার দিশার।
নিয়মিত অধিনায়ক হিসেবে দলে আছেন নিগার সুলতানা জ্যোতি। তবে এশিয়া কাপের দল থেকে বাদ পড়াদের তালিকায় আছেন শামীমা সুলতানা, সোহেলি আক্তার ও সোবহানা মুস্তারি।
বাংলাদেশ দল ২৪ নভেম্বর অকল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। সেখানে পৌঁছে মূল সিরিজের আগে যথাক্রমে ২৮ ও ৩০ নভেম্বর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি অনুশীলন ম্যাচ খেলবে নিগারের দল। দুটি ম্যাচই হবে ক্রাইস্টচার্চে।শুরুতেই ২০ ওভারের সিরিজ দিয়ে সফর শুরু করবে সফরকারীরা। প্রথম ম্যাচ হবে ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। আর পরের দুইটি ৪ ও ৭ ডিসেম্বর, ভেন্যু যথাক্রমে ডানেডিন ও কুইন্সটাউনে।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ১১ ডিসেম্বর শুরু হবে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের ওয়ানডে সিরিজ। ১৪ ডিসেম্বর নেপিয়ারে দ্বিতীয় ওডিআই এবং তৃতীয় ওডিআই সেডন পার্ক, হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর ঢাকায় ফিরবে বাংলাদেশ দল।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, রাবেয়া, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস।