বৃষ্টির শঙ্কায় নতুন নিয়ম করলো আইসিসি, ফাইনাল ভেস্তে গেল শিরোপা জিতবে যে দল

অনেক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে। যার ফলে সেমি ফাইনাল হিসাব নিকাশ অনেক কঠিন হয়ে গিয়েছিল। এই বৃষ্টির কারণে একরকম বিশ্বকাপ থেকে বাদ পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

ফাইনালে ম্যাচেই চোখ রাঙ্গানি দিচ্ছে বৃষ্টি। একদিকে ফাইনালের রোমাঞ্চ, অন্যদিকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। অন্যান্য ম্যাচের মতো আবার ৫ ওভারেও নিষ্পত্তি হবে না ফলাফলের, অন্তত ১০ ওভার ইনিংসপ্রতি গড়াতেই হবে। দুর্ভাবনা দূর করতে আইসিসি তাই আশ্রয় নিল নতুন এক পন্থার। ফাইনালের নির্ধারিত দিন ও রিজার্ভ ডে দুইদিনই আছে বৃষ্টির শঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ফলাফল বের করে আনার জন্য চেষ্টার কোনো কমতি নেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। ফাইনালের জন্য নির্ধারিত দিন রবিবার, ১৩ নভেম্বর। তবে আছে একদিন রিজার্ভ ডে, ঠিক তার পরদিন অর্থাৎ ১৪ নভেম্বর (মঙ্গলবার)।

সোমবার ম্যাচের জন্য যে সময়টা নির্ধারিত আছে, তারচেয়ে আরও ৩০ মিনিট বেশি অপেক্ষা করা হবে। তাতেও যদি ম্যাচের নিষ্পত্তি না হয়, তাহলে রিজার্ভ ডে-তে নির্ধারিত সময়ের পর ৪ ঘণ্টা অপেক্ষা করা হবে, যেখানে সাধারণত ২ ঘণ্টা অপেক্ষা করা হয়। ফাইনালের প্লেয়িং কন্ডিশনে এই পরিবর্তনের কথা জানিয়েছে খোদ আইসিসি।

যদি রবিবার কিছু অংশ মাঠে গড়ায় এবং ম্যাচ সম্পন্ন না হয়, তাহলে ঐ জায়গা থেকেই পরদিন খেলা শুরু হবে। ম্যাচ টাই হয়ে গেলে সুপার ওভার হবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের মতো। তাতেও সমাধান না পেলে দুই দলই চ্যাম্পিয়ন হবে, যা হবে বৃষ্টিতে খেলা সম্পন্ন না হলেও।

প্রসঙ্গত, রবিবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল ম্যাচ।