পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। চলতি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ বাদ দিলে সুপার ফ্লপ বাবর। পাকিস্তানের এই অধিনায়ক বুধবারের আগে পাঁচ ম্যাচে (০, ৪, ৪, ৬ ও ২৫ রান) মাত্র ৩৯ রান করার সুযোগ পান।
বাবর আজমের বাজে পারফরম্যান্সের পরও বোলিং নৈপূণ্যে তার দল সেমিফাইনালে উন্নিত হয়। সেমিফাইনাল এবং ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাবর আজমের অফ ফর্মের কারণে দুশ্চিন্তায় ছিল পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
বাবরকে ফর্মে ফেরার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার শিবনারায় চন্দরপল।
তিনি বলেন, বাবর আজমের দক্ষতা সর্বোচ্চ মানসম্পন্ন। আমি আশা করি সে তা বজায় রাখতে পারবে। সে যে কন্ডিশনে খেলেছে সে সব কন্ডিশনেই পারফর্ম করতে পেরেছে। সে যা করছে তার উপর মনোযোগ দিতে হবে এবং তার কাজ করার চেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, কখনও কখনও আপনি রান পান আবর কখনও আপনি পাবেন না। আপনি যা করতে চান তা আপনার মনে স্থির করতে হবে। মনে রাখতে হবে আপনার চারপাশে সবসময় আপনার সতীর্থরা থাকে এবং নিজের উপর কোন অতিরিক্ত চাপ নেবেন না।
চন্দরপল বলেন, আপনি আগে যে সময়ে পারফর্ম করেছেন সেই ভালো স্মৃতিগুলো মনে করতে হবে। আপনাকে নেতিবাচক জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে।
চন্দরপলের এমন পরামর্শের পর বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠেন বাবর।
কিউইদের বিপক্ষে ১৫৩ রান তাড়ায় উদ্বোধনীতে মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ১০৫ রানের জুটি গড়ে দলের জয়ের পথ সহজ করেন বাবর আজম। এদিন দলের জয়ে ৪২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন পাকিস্তানের এই অধিনায়ক।