বিশ্বকাপ ফুটবল আসন্ন। ইতিমধ্যে বিশ্বকাপ নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। ইতোমধ্যে দল গুছিয়ে পরিকল্পনাগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন অংশগ্রহণকারী ৩২ দেশ।
তবে বিশ্বকাপ চিন্তাভাবনায় হয়তো সবার চেয়ে এগিয়ে আছে ব্রাজিল। হেক্সামিশন সফলের উদ্দেশ্যে ইতোমধ্যে ২৬ সদস্যের স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে সেলেকাওরা।
আর স্বপ্নের দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের স্থানীয় ক্লাব ফ্ল্যামেংগোর ফরোয়ার্ড পেদ্রো। লিভারপুল স্ট্রাইকার রবার্তো ফিরমিনো এবার বাদ পড়েছেন। আর তাতেই কপাল খুলেছে পেদ্রোর।
আর বিশ্বকাপ দলে ঠাঁই পেয়েই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ২৫ বছর বয়সি এ ফরোয়ার্ড।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে ভক্ত-অনুরাগীদের এ তথ্য জানিয়েছেন পেদ্রো। বান্ধবী ফার্নান্ডা নোগুইরার প্রশংসা করেছেন তাতে।
পেদ্রো ক্যাপশনে লিখেছেন, ‘ইশ্বর অনেক মহৎ, ইশ্বরকে ধন্যবাদ এরকম একজন নারীকে আমার জীবনে পাঠানোর জন্য। আমাকে বেড়ে ওঠার প্রত্যেকটা ধাপে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের জীবনে এটা নতুন পর্ব। ইশ্বর আমাদের মঙ্গল করুন।’
পেদ্রোর সেই খুশি শেয়ার করেছে তার ক্লাবও। মঙ্গলবার বিষয়টি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে পেদ্রোর ক্লাব ফ্ল্যামেংগো।
বিশ্বকাপ দলে পেদ্রোকে এমনি এমনি টেনে আনেননি ব্রাজিল কোচ তিতে। চলতি বছর ব্রাজিলিয়ান লিগ কোপা লিবারটাডোরেসে দুর্দান্ত পারফর্ম করেছেন পেদ্রো। একাই ২৯ গোল করে নিজের ক্লাব ফ্ল্যামেংগোকে জিতিয়েছেন লিগের শিরোপা। আর এমন দুর্দান্ত পারফরমারকে দলে না নিলে কি চলে!
এদিকে প্রথমবারের মতো ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত পেদ্রো। এ সম্পর্কে তিনি বলেন, ‘এটি একটি বিশেষ দিন। এটি হবে আমার প্রথম বিশ্বকাপ। শৈশবের স্বপ্ন পূরণ হবে। এটি একটি অবিস্মরণীয় দিন।’