ইউক্রেনের নদীতে তাণ্ডব চালাচ্ছে রাশিয়া

দক্ষিণ ইউক্রেনের খেরসনের দিনেপ্র নদীতে নোঙর বাধা বেসামরিক জাহাজগুলো রুশ সেনারা ধ্বংস করছে বলে অভিযোগ করছে কিয়েভ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, দিনেপ্র নদী দখলের চেষ্টা করছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার সেনারা দিনেপ্র নদীর তীরে নোঙর বাধা বেসামরিক জাহাজ ধ্বংস করতে বিশাল আকারের ধ্বংসাযজ্ঞ চালাচ্ছে।

এক বিবৃতিতে ইউক্রেনের জেনারেল স্টাফের মুখপাত্র বলেন, ধ্বংস হওয়া জাহাজ থেকে দিনেপ্র নদীতে জ্বালানি পড়ছে। একই সঙ্গে জাহাজের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ নিজেদের করে নিচ্ছে রুশ সেনারা।

তবে রুশ সেনাদের কার্যক্রমের কোনো ব্যাখ্যা দিতে পারেনি ইউক্রেনের জেনারেল স্টাফ। বেসামরিক জাহাজ ধ্বংস হলে সেগুলো ব্যবহার করতে পারবে না ইউক্রেনের সেনারা। এতে রাশিয়ার সেনারা সরে গেলে পূর্বদিকে তারা অতিক্রম করার সিদ্ধান্ত নিতে পারবে।

এদিকে, এ বিষষে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

খেরসনে বাড়া আতঙ্কের ধরন ইউক্রেনের সেনাবাহিনীর বিবৃতি যথার্থ। রাশিয়া সমর্থিক কর্তৃপক্ষ বলছে, এক নাশকতার হামলায় খেরসন শহর ও অনেক জনপদের বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।