অ্যাডিলেড ওভালে ঘটল আরেকটি অঘটন। ইতিহাস গড়ল নেদারল্যান্ডস। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে ১৩ রানে হারিয়ে দিয়েছে ডাচরা
আর ডাচ মিরাকলে পাল্টে গেল দৃশ্যপট। এই মিরাকলের পর বাংলাদেশের সামনে এখন সেমিফাইনালে খেলার সত্যিকারের সুযোগ। পাকিস্তানকে হারাতে পারলেই টি-টোয়েন্টিতে দল স্পর্শ করবে নতুন উচ্চতা।
একই পরিস্থিতি পাকিস্তানেরও। টানা দুই হারের টুর্নামেন্ট শুরুর পর দলটির সামনে এখন শেষ চারে যাওয়ার হাতছানি। এর জন্য বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আজ কোয়ার্টার-ফাইনালে পরিণত হয়েছে।
সেমিফাইনালের দৌড়ে টসে জিতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ৩ ওভারে ২১ রান নিয়ে ফেলেন দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হাসান শান্ত। এ যেন আগের ম্যাচে ভারতের বিপক্ষে খেলা সেই লিটনই।
তবে তৃতীয় ওভারের ৫ম বলেই বাংলাদেশ শিবিরে শাহিন শাহ আফ্রিদির ধাক্কা। সম্ভাবনা জাগিয়ে আউট হয়ে গেছেন লিটন।
দুই বল আগেই দারুণ এক পুলে ছক্কা মারেন লিটন দাস। কিন্তু আফ্রিদির ৫ম ডেলিভারিতে ধরা পড়লেন ব্যাকওয়ার্ড পয়েন্টে।
বাঁহাতি পেসারের একটু শর্ট লেংথের বলে সজোরে স্ল্যাশ করেছিলেন লিটন। পার করতে পারেননি ফিল্ডারকে। শান মাসুদ মুঠোয় জমান বল।
৬ বলে এক ছক্কায় ১০ রান করেন লিটন।
ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী এখন সৌম্য সরকার।
৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৭। ৩ বাউন্ডারিতে ১৯ বলে ২০ রানে অপরাজিত শান্ত। ২ বলে ৬ রান করেছেন সৌম্য