ভারত-পাকিস্তান ম্যাচ হলে আগে দর্শকদের মনে যে আশা-আকাঙ্ক্ষা থাকত, তার চেয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের আমেজ এখন কোনো অংশে কম নয়। অ্যাডিলেডে বুধবার তেমনই এক ম্যাচ দেখা গেল ভারত-বাংলাদেশের। তবে দ্বিতীয় ইনিংসের মাঝে হানা দেয় বৃষ্টি। অবশ্য বৃষ্টি শেষ হওয়ার মিনিট বিশেকের মধ্যেই খেলা গড়ায় মাঠে। তার আগে সাকিবকে দেখা গিয়েছে আম্পায়ারদের সাথে দীর্ঘ আলাপে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অবশ্য সাকিবের কাছে জানতে চাওয়া হয় বৃষ্টির পর পিচ্ছিল মাঠে খেলা নিয়ে। তবে অধিনায়ক সাকিব অজুহাত দিতে নারাজ। জানালেন, মাঠ পিচ্ছিল থাকার ফলে উলটো ব্যাটিং করা দলের সুবিধা পাবার কথা ছিল।
সাকিব বলেন, ‘যে পরিমাণ বৃষ্টি হয়েছে, মাঠ কিছুটা পিচ্ছিল ছিলো। এমন হলে সাধারণত ব্যাটিং সাইড সুবিধা পায়, বোলিং সাইডের চেয়ে। আমাদের এটাতে অজুহাত দেওয়া ঠিক হবে না।’
সাকিব আরও যোগ করেন, ‘এটা এমন সিদ্ধান্ত (খেলা কখন শুরু হবে) যা আম্পায়ার নিয়ে থাকেন। আমরা এই সিদ্ধান্ত নিই না। আমরা খেলতে চেয়েছি, দুই দলই ২০ ওভারের ম্যাচ খেলতে চেয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি এসে বাগড়া দিয়েছে। আমি খুশি, দুই দলের সবাই সঠিক স্পিরিটে খেলেছে। দুই দলই ভালো খেলেছে। আমরা খুব কাছাকাছি গিয়েছি, ২০১৬ বিশ্বকাপের মতো। তবে জিততে পারিনি।’