চার-ছক্কার বন্য বইয়ে দিলেও টি-টোয়েন্টিতে ২০০ ছাড়ানো লক্ষ্য ছুড়ে দেওয়াই অনেক কষ্টসাধ্য। যেখানে ওয়ানডে ও টেস্টে এক ইনিংসে তিনশ’র বেশি লক্ষ্য দিতে দেখা গেছে অগণিত।
এমনটি হবার কারণ মাত্র ২০ ওভারে আর কতই বা রান জমা করা যায়। দুই ইনিংস তথা ৪০ ওভারে বড়জোর ৪০০!
কিন্তু এবার দেখা মিলল এমন এক টি-টোয়েন্টি ম্যাচের, যেখানে দুই ইনিংস মিলিয়ে উঠল ৫০১ রান! যেখানে মোট ৩৬টি ছক্কা মেরেছেন দুই দলের ব্যাটাররা।
এমন ধুম-ধাড়াক্কার সীমা হারানো ম্যাচ হয়ে গেল দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি চ্যালেঞ্জে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজে অনেকেই অবিশ্বাস্য এই ম্যাচটির কথা জানতে পারেননি।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে টাইটান্স এবং নাইটসের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এ অতিমানবীয় ম্যাচ। যেটিতে দুই দল মিলে স্কোরবোর্ডে তুলেছে ৫০১ রান!
টাইটান্স এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ২৭১ রান। জবাবে নাইটস থেমেছে ২৩০ রানে। ফলে ২৭১ রান করেও টাইটান্স জিতেছে কেবল ৪১ রানে।
অবিশ্বাস্য এই ম্যাচে অতিমানবীয় ইনিংস খেলেছেন টাইটান্সের ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসের। সমান ১৩ বাউন্ডারি ও ছক্কায় ৫৭ বলে ১৬২ রানের এক টর্নেডো ইনিংস খেলেছিলেন তিনি।
ডেওয়াল্ড ব্রেভিসের ১৬২ রানের ইনিংসটি দেখুন –
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৫০১ রানই সর্বোচ্চ। এর আগে কুড়ি ওভারের ফরম্যাটে এক ম্যাচে সর্বোচ্চ রান হয়েছিল ৪৯৭। ২০১৬ সালে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ লিগে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট এবং ওটাগোর ম্যাচে এ রেকর্ড হয়।