লম্বা সময়ের জন্য শ্রীরামকে চান সাকিব

এশিয়া কাপের আগে হঠাৎ করে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো ভারতের সাবেক ক্রিকেটের শ্রীধরন শ্রীরামকে। চলতি বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে আসা শ্রীরামকে লম্বা সময়ের জন্য চাচ্ছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

আগামীকাল (২ নভেম্বর) শক্তিশালী ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে দুপুর দুইটাই মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ মঙ্গলবার অ্যাডিলেডে সংবাদ সম্মেলনে ভারতীয় কোচের প্রশংসা করেন সাকিব।

সাকিবের মতে অল্প সময়ের মধ্যে বেশকিছু পরিকল্পনা এঁকেছেন শ্রীরাম, যেগুলো নিয়ে সামনে কাজ করতে চান। এছাড়াও শ্রীরামের কথা দলের সকলে পছন্দ করেন বলেও জানান সাকিব।

সাকিব বলেন, ‘আমি মনে করি শ্রীরাম ভালো কাজ করছেন। উনি আসার পর নির্দিষ্ট কিছু পরিকল্পনার করেছেন, যেগুলো নিয়ে কাজ করতে চান। ক্রিকেটারদের সঙ্গে বন্ডিং ভালো রয়েছে, তিনি যেভাবে কথা বলেন সেটি সকলে পছন্দ করে ও মেনে চলে।’

চলতি বিশ্বকাপই শ্রীরামের শেষ। কেননা নতুন করে চুক্তি না হলে সাকিবদের নিয়ে আর কাজ করতে দেখা যাবে না তাকে। তবে সাকিব বিশ্বাস করেন আগামীতেও শ্রীরামকে পাবেন তারা।

সাকিব বলেন, ‘তার (শ্রীরামের) কোচিংয়ে আমরা অল্প কিছু ম্যাচ খেলেছি। আমি মনে করি এই অল্প সময়ে সে দারুণ কিছু কাজ করেছে। তরুণ দলের জন্য তিনি খুব ভালো পরিকল্পনা আঁকছেন। আশা করি, তিনি বাংলাদেশের সঙ্গে আরও কাজ করবেন।’