অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে পেসারদের জন্য থাকে বাড়তি সুবিধা। সেই সুবিধা কাজে লাগাচ্ছেন তাসকিন – হাসানরা। শুধু তাই নয়, চলতি আসরে এখন পর্যন্ত চলছে পেসারদের দাপট। এবার সাকিব বললেন বাংলাদেশের মূল শক্তির জায়গা পেসাররা।
টানা ১৫ বছর পর সুপার টুয়েলভে জয় পেয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচে বল হাতে তাণ্ডব চালিয়েছিলেন তাসকিন -হাসানরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুবিধা করতে পারেননি কেউই। রবিবার(৩০ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া দুইটি ম্যাচেই হিরো বনে গিয়েছেন তাসকিন আহমেদ।
রবিবার(৩০ অক্টোবর) ম্যাচ শেষে সাকিব বলেন, ‘পেসাররা সবসময় আমাদের মূল শক্তির জায়গা। তাসকিন, হাসান ও মুস্তাফিজ আজকে(গতকাল) দুর্দান্ত পারফর্ম দেখিয়েছে। আমাদের পেসারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু পেয়েছি সেটা খেলার মোড় অবেকটাই ঘুরিয়ে দিয়েছে।’
উল্লেখ্য, চলতি আসরে এখন পর্যন্ত ১৫ উইকেট উঠেছে বাংলাদেশের পেসারদের ঝুলিতে।