দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত নেইমার

ব্রাজিলের সুপারস্টার নেইমারের বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে নিলেন স্পেনের প্রসিকিউটররা। কাতার বিশ্বকাপের আগে স্বস্তি পেলেন নেইমার।

শুক্রবার স্পেনের একটি আদালত ঘোষণা করেন, নেইমারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা তুলে নেওয়া হলো।

২০১৩ সালে ব্রাজিলের স্যান্টোস ক্লাব ছেড়ে নেইমার যখন বার্সেলোনায় যোগ দেন তখন চুক্তি নিয়েই তৈরি হয়েছিল সমস্যা। নেইমারকে সেই সময় প্রায় ৪৬০ কোটি টাকা দিয়েছিল বার্সেলোনা। তবে ব্রাজিলের সংস্থার অভিযোগ, সেই ট্রান্সফার ফি নাকি ৬৪২ কোটি টাকারও বেশি ছিল।

চুক্তিতে গরমিলের অভিযোগে নেইমারের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় নেইমার, তার বাবা, মা, তাদের পারিবারিক কোম্পানি, স্যান্টোসের সাবেক ম্যানেজার ওদিলিও রদ্রিগেস, বার্সেলোনার তৎকালীন সভাপতি সান্দ্রো রোসেল ও সহ-সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে অভিযুক্ত করা হয়।

তবে অভিযোগ উঠার পর থেকেই তা অস্বীকার করে আসছেন নেইমার। স্পেনের হাইকোর্টে মামলা খারিজের আবেদনও করেছিলেন। ব্রাজিলের সেই সংস্থার পক্ষ থেকে নেইমারের পাঁচ বছরের জেল ও ১২০৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। অবশেষে মামলা তুলে নেওয়ায় কাতার বিশ্বকাপের আগে স্বস্তি পেলেন ব্রাজিলের তারকা।