ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বিশাল সুখবর পেল বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অনিশ্চিত দিনেশ কার্তিক। পিঠের চোটে ভুগছেন অভিজ্ঞ ভারতীয় উইকেটরক্ষক। ঋষভ পন্ত না খেললে বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে তাকে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে গিয়ে এই চোট পান কার্তিক। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ অংশে (১৫ ওভার) পিঠে ব্যথার কারণে তাকে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে দেখা যায়। বাকি সময় উইকেটকিপিং গ্লাভস হাতে নিয়েছিলেন পান্ত।

তবে কার্তিক বাংলাদেশের বিপক্ষে খেলবেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। বর্তমানে কার্তিকের ইনজুরি কতটা তা জানার অপেক্ষায় রয়েছে ম্যানেজমেন্ট।

কার্তিকের ইনজুরি নিয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা ভুবনেশ্বর কুমার বলেন, ‘আমি জানি তার আগে থেকেই পিঠে ব্যথা রয়েছে। অবশ্যই ফিজিও এ বিষয়ে রিপোর্ট করবেন। তাহলে আমরা আরও নিশ্চিত হব।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত পাকিস্তান, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে ভারত। এতে তারা তাদের তিক্ত প্রতিপক্ষ পাকিস্তান ও নেদারল্যান্ডসের কাছে হেরেছে। শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ হবে ২ অক্টোবর। অ্যাডিলেডে অনুষ্ঠিত ম্যাচে ভারত জিতলে সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত হয়ে যাবে।