আগের ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নাজমুল হোসেন শান্তর সর্বোচ্চ স্কোর ছিল ৪০। আজ জিম্বাবুয়ের বিপক্ষে নিজেকে ছাড়িয়ে গেলেন শান্ত। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠে শান্ত হাঁকালেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশত।
৪৫ বলে অর্ধশত পূরণ করেছেন শান্ত।
দলীয় ৩২ রানের মধ্যে সৌম্য সরকার ও লিটন দাসের বিদায়ের পর সাকিব আল হাসানের সঙ্গে ৪৪ বলে ৫৪ রানের জুটি গড়েন এই বাঁহাতি। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৬ ওভারে ৩ উইকেটে ১২০ রান। শান্ত ৫৩ বলে ৬৯ ও আফিফ হোসেন ৯ বলে ১২ রানে ব্যাট করছেন।
উদ্বোধনী জুটিতে শান্তর সঙ্গী সৌম্য সরকার আজ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন। ১৪ রানে ফিরেছেন লিটন দাস। অধিনায়ক সাকিব আল হাসান খেলেছেন ২০ বলে ২৩ রানের ইনিংস।