সৌম্যর পর টিকলেন না লিটনও

জিম্বাবুয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচ জিতলে টিকে থাকবে বাংলাদেশের সেমিফাইনালের আশা।

এমন সমীকরণ সামনে রেখে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করছে না বাংলাদেশ। পাওয়ার প্লেতে ৩২ রান তুলেছে মাত্র। দুটি উইকেটও হারিয়েছে।

দ্বিতীয় ওভারেই ওপেনার সৌম্য সরকারকে বিদায় করে দেন ব্লেসিং মুজারাবানি। এর পর আশা দেখিয়ে ওয়ানডাউনে নামা লিটন দাসও ফিরেছেন সৌম্যর পিছু পিছু।

লিটন দাসও মুজারাবানির শিকার। পাওয়ার প্লের শেষ ওভারে লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির বলে স্কুপ করার চেষ্টায় শর্ট থার্ড ম্যানে ধরা পড়লেন এই টপঅর্ডার ব্যাটার।

তিন বাউন্ডারিতে ১২ বলে ১৪ রানে থামলেন লিটন। তার পরে ব্যাট হাতে নেমেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে দ্বিতীয় ওভারেই ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি। শূন্য রানেই ফিরলেন সৌম্য সরকার।

ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন সৌম্য। দ্বিধা নিয়ে পুশ করার চেষ্টায় সফল হননি বাঁহাতি এই ওপেনার। ব্যাটের কানা ছুঁয়ে রেজিস চাকাভার কাছে যায় সহজ ক্যাচ।

খেলার এক পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ রান। ওপেনার নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৩৪ বলে ৩৭ রান করে। ১৮ বলে ২২ রানে অপরাজিত সাকিব।