টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে দুটো করে ম্যাচ খেলে ফেলেছে ভারত-পাকিস্তান-বাংলাদেশ। এর মধ্যে কেবলমাত্র ভারতই জিতেছে দুই ম্যাচ। একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, অন্যদিকে দুই ম্যাচই হেরছে পাকিস্তান। এমন অবস্থান মধ্যে আগামীকাল পার্থে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাবর আজমের দল প্রতিপক্ষ নেদারল্যান্ডস। একইদিনে মাঠে নামছে ভারত এবং বাংলাদেশও।
রোববার ৩০ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ৩টি ম্যাচ মাঠে গড়াবে। সুপার টুয়েলভের ‘বি’ গ্রুপে পরপর তিন ম্যাচে খেলবে এশিয়ার তিন পরাশক্তি বাংলাদেশ, পাকিস্তান ও ভারত। দিনের প্রথম ম্যাচে ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল ৯টায় জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল। দ্বিতীয় ম্যাচে দুপুর ১টায় পার্থে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাবর আজমের পাকিস্তান।
দিনের শেষ ম্যাচে পার্থে বাংলাদেশ সময় বিকাল ৫টায় ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে বাংলাদেশ দলের পাশাপাশি পাকিস্তান দলের জন্যও জয়ের কোনো বিকল্প নেই। আর এ ম্যাচ হারলেই টুর্নামেন্ট ছিটকে যাবে বাবর আজমের দল। বাংলাদেশ দলের জন্যও এটা অনেকটা বাচা-মরার লড়াই।