যে দলই জিতবে, গ্রুপ ওয়ানের এক নম্বরে সে দলই থাকবে। এমন সমীকরণে আজ দুপুরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে শ্রীলংকা।
টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। যেখানে ফিলিপসের সংগ্রহ ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৪ বলে ১০৪ রান।
আর এ বড় সংগ্রহের জবাব দিতে গিয়ে ৮ রান করতেই ৪ উইকেট হাওয়া শ্রীলংকার।
একে একে সাজঘরে ফিরেছেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস, টপঅর্ডারের ধনাঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা।
এদের মধ্যে নিশাঙ্কা ও ধনাঞ্জয়া রানের খাতাই খুলতে পারেননি। সমান ৪ রান করে আউট হয়েছেন মেন্ডিস ও আসালাঙ্কা।
ইনিংসের প্রথম ওভারটি করতে এসে পঞ্চম বলেই নিশাঙ্কাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টিম সাউদি। পরের ওভারের তৃতীয় ডেলিভারিতে মেন্ডিসকে কিপার কনওয়ের গ্লাভসবন্দি করেন আরেক কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
একই ওভারের শেষ বলে ডি সিলভার উইকেটই ভেঙে দেন বোল্ট। ৫ রানেই ৩ উইকেট হারিয়ে যখন দিশেহারা লঙ্কানরা তখন দলকে আরও বিপদে ফেলে সাজঘরে ফিরেছেন আসালাঙ্কা।
চতুর্থ ওভারের তৃতীয় বলে বোল্টোর তৃতীয় শিকারে পরিণত হয়েছেন আসালাঙ্কা।
খেলার এই পর্যায়ে দলের হাল ধরেছেন দুই অভিজ্ঞ মিডলঅর্ডার ব্যাটার চামিকা করুণারত্নে ও ভানুকা রাজাপাকসে।
৬ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ২১ রান।