শ্রীরাম বলেন ‘দুর্ভাগা’ সাকিব

বিশ্বকাপে এখন পর্যন্ত জ্বলে উঠেনি সাকিবের ব্যাট। কিন্তু ক্রিকেটের বাহিরে সবচেয়ে আলোচিত নাম এখন সাকিব আল হাসান। তবে শ্রীরাম ফিরলেন বাইশ গজে, যেখাবে সাকিবকে বললেন দূর্ভাগা।

নেদারল্যান্ডসের বিপক্ষে সাবধানী শুরুর পর বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরেছিলেন ৯ বলে ৭ রান করে। শ্রীরাম মনে করেন সাকিবের সেই শটে ১০০ বারের মধ্যে ৯৯ বারই ছক্কা হবে। আগামীকাল রবিবার(৩০ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগে সেটি মনে করে শ্রীরাম বলেন, ‘সাকিব নিউজিল্যান্ডে দারুণ খেলেছে, কিন্তু এখানে মেলে ধরতে পারছে না। প্রথম ম্যাচের আউটটও দেখুন, লেগ সাইডে ছোট বাউন্ডারি ছিলো তবুও ক্যাচ হলো। সাকিব লেগ স্পিনারের বিপক্ষে যে শট খেলেছে তা ১০০ বারের মধ্যে ৯৯ বারই ছক্কা হত। কিন্তু সে দুর্ভাগা ছিল, ধরা পড়ে যায়।’

নেদারল্যান্ডসের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হাসেনি সাকিবের ব্যাট। ৪ বলে ১ রান করে ফিরেছেন এলবিডব্লুর ফাঁদে পরে। পরবর্তী সময়ে দেখা যায় বলটি লেগ স্ট্যাম্প লাইনের বেশ খানিকটা বাহিরে পিচ করে। সাকিবের এমন আউটকেও দুর্ভাগ্য মনে করছেন শ্রীরাম।

শ্রীরাম বলেন, ‘গত ম্যাচেও(দক্ষিণ আফ্রিকা) সাকিব দুর্ভাগা ছিল, এলবিডব্লিউর বিপক্ষে রিভিউ নেয়নি। পরবর্তী সময়ে দেখা যায় বল আউটসাইড লেগ ছিল। সাকিবের মতো একজন গ্রেট ক্রিকেটার এভাবে দুইবার দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়া হতাশাজনক।’

আগামীকাল (৩০ অক্টোবরল) ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল নয়টায় মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ভুলে সাকিব জ্বলে উঠুক সেটিই চান শ্রীরাম।