বিশ্বকাপ: নতুন দায়িত্বে ওয়ার্নার

টি-টোয়েন্টি বিশ্বকাপে করোনা যেন অজি টিম ম্যানেজমেন্টের মাথা ব্যাথার বড় কারণ। অ্যাডাম জাম্পার পর এবার কোভিড আক্রান্ত হয়েছেন ম্যাথু ওয়েড। তবে অজি এই উইকেটরক্ষকের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। তাই আগামীকালের ম্যাচে তাকে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

২৮ অক্টোবর (শুক্রবার) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে ওয়েডের চোট অজিদের জন্য বড় ধাক্কা। তবে তার শারীরিক অবস্থার অবনতি না হলে কোভিড-১৯ পজিটিভ থাকা সত্বেও ম্যাচ খেলতে পারবেন।

আইসিসির কোভিড প্রটোকল অনুযায়ী, আক্রান্ত খেলোয়াড়ের মধ্যে তীব্র উপসর্গ দেখা না দিলে এবং শারীরিক সমস্যা না থাকলে ম্যাচ খেলতে কোনও বাধা নেই। তাই মেলবোর্নে অস্ট্রেলিয়ার একাদশে ওয়েডকে দেখা যাওয়ার এখনও সম্ভাবনা আছে।

ওয়েডকে একাদশে না পেলে বড় এক সমস্যায় পড়বে দল। কারণ তাদের ১৫ সদস্যের স্কোয়াডে স্বীকৃত উইকেটকিপার আর কেউ নেই। বিশ্বকাপ শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন জশ ইংলিশ। তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে।

তাই এবারের অস্ট্রেলিয়া দলে ওয়েড ছাড়া বিশেষজ্ঞ কোনো উইকেটকিপার নেই। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে তিনি খেলতে না পারলে উইকেটের পেছনে দেখা যেতে পারে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ কিংবা মিচেল স্টার্ককে।

বিশ্বকাপ শুরুর আগেই অ্যারন ফিঞ্চ আভাস দিয়েছিলেন, দলের প্রয়োজনে ডেভিড ওয়ার্নার কিংবা মিচেল স্টার্ক উইকেটকিপিং করবেন। তাছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকেও উইকেটের পেছনে দেখা যেতে পারে।