আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ফাঁস, দেখে নিন কে কে আছেন দলে

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। এরই মাঝে প্রতিটি দেশ বিশ্বকাপ উপলক্ষে নিজেদের প্রাথমিক স্কোয়াডের তালিকা ফিফার কাছে জমা দিয়েছে। নিয়ম মেনে স্কোয়াড দিয়েছে আর্জেন্টিনাও।

বাইরে না জানালেও ফাঁস হয়েছে শিরোপাপ্রত্যাশী দল আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ফিফার হাতে তুলে দিয়েছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টিএনটি স্পোর্টসের সাংবাদিক আর্তুরো বুলিয়ান বুধবার রাতে আর্জেন্টিনার ৩৫ সদস্যের এই দল ফাঁস করেছেন। যেখানে আর্জেন্টিনার সবশেষ দুই ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা সবার নাম রয়েছে।

নতুন করে যোগ হওয়া নামগুলো হচ্ছে- হুয়ান মুসো, মার্কো সেনেসি, হুয়ান ফয়েথ, লুকাস আলারিও, লুকাস ওক্যাম্পোস, নিকোলাস ডমিঙ্গেজ, জিওভানি সিমিওনে। একনজরে দেখে নিন কারা আছে এই দলে-

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আরমানি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেৎজেলা, নিকলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নাহুয়েন পেরেজ, মার্কো সেনেসি।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো চেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ, এনজো ফার্নান্দেজ, এসকিয়েল পালাসিওস, তিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেস, আনহেল কোরেয়া, জিওভানি সিমিওনে, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস ওকাম্পোস।