জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের একের পর এক আসরে অংশ নিলেও ২০০৭ সালের পর মূলপর্বে জয়ের দেখা পাচ্ছিলো না বাংলাদেশ ক্রিকেট দল। অতপর অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে তাসকিনের নৈপুণ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছে টাইগাররা। দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত টাইগার পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে বড় অবদান রেখেছেন তাসকিন আহমেদ। রান তাড়া করতে নামা নেদারল্যান্ডসকে শুরুতেই চেপে ধরেন তাসকিন। ইনিংসের প্রথম দুই বলেই নেদারল্যান্ডসের দুই ব্যাটারকে ফিরিয়েছিলেন তিনি। আর ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

‌পুরস্কার নেওয়ার সময় তাসকিন বলেন, ‘আমাদের জন্য এটা ভালো একটা জয়, এটা আমাদের দরকার ছিল। দল হিসেবে আমরা সত্যিই ভালো খেলেছি এবং আজকের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি।’

এদিকে তাসকিনের প্রশংসা করেন দলনেতা সাকিব আল হাসান বলেন, ‘রান কম হলেও আমাদের পেসাররা যেভাবে বল করেছে, তা অসাধারণ। আমরা এখন ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝি, সব ফরম্যাটেই। আমরা প্রতিভা খুঁজে পেয়েছি। হাসান নতুন, তাসকিন গত কয়েক বছরের চেয়ে উন্নতি করেছে। সে আমাদের জন্য একজন ভালো বোলার, তার অভিজ্ঞতা আছে এবং গতিও আছে।’

উল্লেখ্য, হোবার্টে অনুষ্ঠিত সুপার টুয়েলভে দিনের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ ক্রিকেট দল। রান তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩৫ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস।