বিশ্বকাপে ডাচদের হারিয়ে যা বললেন সাকিব

মেঘলা আকাশ ও বৃষ্টির শঙ্কার মধ্যে দিয়েই মাঠে গড়াল বাংলাদেশ-নেদারল্যান্ড ম্যাচ। প্রথম রাউন্ডে খেললে বাংলাদেশকে কি সুপার টুয়েলভে দেখা যেত? সে প্রশ্ন সামনে রেখে বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টায় হোবার্টের বেলেরিভ স্টেডিয়ামে নামে সাকিব বাহিনী।

আর শেষ ওভারের টান টান উত্তেজনায় ৯ রানে জয় নিয়ে সে প্রশ্নের ইতিবাচক জবাব দিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাটিং করে আফিফ-মোসাদ্দেকের ইমপ্যাক্ট ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৪৪ রান তুলে টাইগাররা।

জবাবে তাসকিন ও হাসানের দুর্দান্ত বোলিং ও টাইগারদের দারুণ ফিল্ডিংয়ে ১৩৫ রানে থেমেছে নেদারল্যান্ডস।

১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এরপরেও ১০ রান কম করেছেন বলে মন্তব্য করলেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিব বললেন, ‘হ্যাঁ, অবশ্যই এই জয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি সব সংস্করণ খেলেছি কিন্তু জিততে পারিনি। (জয় পেলেও) আমরা আজ ১০ রান কম করেছি। কিন্তু আমাদের পেসাররা যেভাবে বোলিং করেছে তা ছিল অসাধারণ। আমরা এখন সব ফরম্যাটে ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝি। গত কয়েক বছরে আমরা প্রতিভাময় পেসার খুঁজে পেয়েছি। নতুন এসেই হাসান দুর্দান্ত করছে। গত কয়েক বছর ধরেই তাসকিনের পারফর্ম্যান্সে ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ’

ম্যাচে দুর্দান্ত ফিল্ডিংয়ের বিষয়ে অধিনায়ক বলেলেন, ‘আমাদের দল তরুণ। তাই আমরা সেরা ফিল্ডিং দল হতে চাই। আমাদের বিশ্বাস আছে ভালো ফিল্ডিং করে আমরা ৫-১০ রান বাঁচাতে পারি। যা একটি বড় পার্থক্য করতে পারে।’