পাকিস্তান বধে বিরাটকে আনুশকার উষ্ণ শুভেচ্ছা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের ম্যাচে রবিবার (২৩ অক্টোবর) পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে দুর্দান্ত এক জয় এনে দেওয়ায় স্বামী বিরাট কোহলিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী বিরাট কোহলির জন্য একটি মিষ্টি নোট লিখেছেন অভিনেত্রী। প্রশংসায় ভাসিয়েছেন ভারতের তারকা ক্রিকেটারকে।

বিরাটের একটি বিস্ফোরক অর্ধশতক এবং হার্দিক পান্ডিয়ার সাথে তাঁর দুর্দান্ত জুটি ভারতকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় এনে দিয়েছে।

সেটিও চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ৫৩ বলে ৮২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ভারতের নায়ক হিসেবে নিজেকে আবারো মেলে ধরেছেন বিরাট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা নোটে আনুশকা বিরাটকে ‘অদ্ভুত সুন্দর’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘তুমি সুন্দর! তুমি অদ্ভুত সুন্দর! তুমি আজ রাতে মানুষের জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছ, সেটিও দীপাবলির মুহূর্তে! তুমি সত্যিই বিস্ময়কর! বিস্ময়কর মানুষ, আমার ভালোবাসা। তোমার দৃঢ়তা, দৃঢ় সংকল্প এবং বিশ্বাস অতুলনীয়!

আনুশকা আরো লিখেছেন, “আমি এইমাত্র আমার জীবনের সেরা ম্যাচটি দেখেছি। আনন্দ ও উত্তেজনায় ঘরের চারপাশে নেচে বেড়িয়েছি, চিৎকার করেছি। যদিও আমাদের মেয়েটি বুঝতে পারেনি যে কেন তাঁর মা চারপাশে নাচছিলেন এবং রুমে এতোটা চিৎকার করছিলেন। তবে একদিন সে বুঝতে পারবে যে তাঁর বাবা সেই রাতে তাঁর সেরা ইনিংস খেলেছে। একটি দীর্ঘ কঠিন সময় পার করার পর সে আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। ’

এরপর বিরাটকে উদ্দেশ্য করে আনুশকা লেখেন, ‘তোমার শক্তি অসাধারন এবং তুমি সীমাহীন! তোমার কোনো সীমা নেই। তোমাকে ভালোবাসি, তোমায় নিয়ে আমি গর্বিত। ’

গত তিন বছরে বিরাটের খারাপ সময়ে বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছে আনুশকাকে। মাঠে স্বামীর খারাপ পারফরম্যান্স হোক বা ছুটি কাটানো, কটাক্ষের তীর ঘুরেফিরে এসেছে আনুশকার দিকেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই একে অপরের পাশে থাকার বার্তা দিয়ে ‘বিরুষ্কা’ বুঝিয়ে দেন তাঁদের সম্পর্কের ভিত কতটা মজবুত! সম্প্রতি বিরাটের ফর্মে ফেরাটা যেন আনুশকার জন্যই আশীর্বাদ হয়ে এলো!

২০১৭ সালে বিয়ে করেন এই তারকা দম্পতি। ২০২০ সালে তাঁদের ঘর আলো করে আসে ছোট্ট ভামিকা। তারকা জুটিদের মধ্যে বেশ সুখেই আছেন এই দম্পতি।