সালমান রুশদির এক চোখ নষ্ট, অচল এক হাত

চলতি বছরের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাহত বুকারজয়ী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি এক চোখে দেখতে পাচ্ছেন না। বিবিসি জানিয়েছে, সালমান রুশদির এক হাত অবশ হয়ে গেছে।

গতকাল রবিবার তার অ্যাজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি জানিয়েছেন, সালমান রুশিদির বুকে অন্তত ১৫টি ছুরিকাঘাত রয়েছে। স্প্যানিশ পত্রিকা এল পাইসের সঙ্গে এক সাক্ষাৎকারে ওয়াইলি বলেছেন, এটা নৃশংস হামলা ছিল।

ওয়াইলি বলেছেন, তিনি (সালমান রুশদি) এক চোখে দেখতে পাচ্ছেন না। তার বুকে ১৫টি এবং গলায় তিনটি গুরুতর জখম আছে। হামলায় হাতের শিরা কেটে যাওয়ায় রুশদির এক হাত অবশ হয়ে গেছে।

ওয়াইলি বলেন, (হাসপাতালে ভর্তি থাকা না থাকার) এ বিষয়ে আমি কোনো তথ্য দিতে পারব না। তিনি বেঁচে থাকবেন, এটাই বেশি গুরুত্বপূর্ণ।