ভারতের অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তিনি বলেন, আমি জীবনে এমন ব্যাটিং দেখি নাই; আর দেখলেও এভাবে অংকের মতো মিলিয়ে ইনিংস শেষ করতে দেখি নাই।
রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১৬০ রানের টার্গেট তাড়ায় ৩১ রানে প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত।
প্রথম ১০ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৪৫/৪ রান। এরপর থেকেই ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে ভারত। পরের ৫ ওভারে ৬৫ রান যোগ করেন বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়া। শেষ ৩০ বলে ৬০ রান সংগ্রহ করে দলকে অবিশ্বাস্য এক জয় উপহার দেন কোহলি।
৩১ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ৭৮ বলে ১১৩ রানের জুটি গড়েন সাবেক অধিনায়ক কোহলি। ৫২ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন বিরাট।
কোহলির দায়িত্বশীল ইনিংস দেখে মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব। মুগ্ধ হয়েছেন ক্রিকেট থেকে অবসরে যাওয়ার আগে রাজনীতিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে যাওয়া বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।
কোহলির প্রশংসা করে সাবেক সফল এই অধিনায়ক বলেন, উইকেট পড়ে গেলে খেলা নতুন করে সাজানো এবং স্ট্রাইক রোটেট করে খেলা ডিপে নেওয়া এবং ঠিক সময়মতো কাউন্টার অ্যাটাক করা, তাও এত সুন্দর করে, কী পরিমাণ আত্মবিশ্বাস নিজের প্রতি।