ইরানের নারীদের বিক্ষোভে সমর্থন দিয়ে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, জার্মানির বার্লিন ও জাপানের টোকিওতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওয়াশিংটন ও বার্লিনে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।
ইরানে গত মাসে নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে গতকালের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া অনেকেই ইরানি বংশোদ্ভূত।
রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনে বিক্ষোভকারীরা ন্যাশনাল মল থেকে হোয়াইট হাউসের উদ্দেশে হেঁটে হেঁটে মিছিল করেছেন।
মিছিলে নারী স্বাধীনতা ও ইরানে ন্যায়বিচার চেয়ে স্লোগান দেওয়া হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া একজন নারীরা হাতে ছিল চুলের গোছা। সেই চুলের গোছায় লেখা ছিল- আমাদের চুল আপনাদের বিক্ষুব্ধ করতে পারে; তবে আমাদের ভাবনা আপনাদের শেষ করে দেবে।