সেঞ্চুরি পথে মুশফিকুর রহিম, দেখেনিন সর্বশেষ স্কোর

বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন মুশফিকুর রহিম। তাকে বলা হয় বাংলাদেশের মি. ডিপেন্ডবল। তার ব্যাট ভর করে অনেক ম্যাচ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার দায়িত্ব সব সময় ভালোভাবে পালন করে আসছেন তিনি। তবে এশিয়া কাপে খারাপ করার পর বিশ্বকাপের আগে হুট করে টি-২০ থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তাই এবারের বিশ্বকাপে তাকে ছাড়াই দল ঘোষণা করে বিসিবি। তবে এক রকম বলা যায় অবসর না নিলে তাকে দল থেকে বাদ দিতে বিসিবি।

তবে ইনজুরি থেকে ফিরেই জাতীয় ক্রিকেট লীগের এবারের আসরের নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। জাতীয় ক্রিকেট লীগে ঢাকা মেট্রো বিপক্ষে সেঞ্চুরির পথে রয়েছেন তিনি

বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড থেকে খেলছেন মুশফিকুর রহিম।

যেখানে জাতীয় দলে ক্রিকেটাররা ব্যাট হাতে ব্যর্থ হলেও মুশফিক ঠিকই জ্বলে উঠেছেন। গতকাল টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩৪ রানের অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো।

দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছিলেন আবু হায়দার রনি। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় উইকেটে ২৪৯ রান সংগ্রহ করেছে রাজশাহী বিভাগ। রাজশাহীর হয়ে এই ম্যাচ দিয়েই দীর্ঘদিন পর জাতীয় ক্রিকেটের লিগে ফিরেছেন মুশফিকুর রহিম।

ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসেই ১৬২ বলে ৭৫ রান করে অপরাজিত রয়েছেন মুশফিকুর। এছাড়াও ৫৩ রান করেছেন জুনায়েদ এবং ৫১ রান করেছেন উইকেটকিপার প্রীতম। মুশফিকুর রহিমের সাথে ফরহাদ রেজা ১১ রান করে অপরাজিত রয়েছেন।