ওপেনিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা যেন শেষই হচ্ছে না বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের। ত্রিদেশীয় সিরিজের শুরুতে সাব্বির রহমান- মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেনিং করিয়ে ব্যর্থ হওয়ার পর শেষদিকে শান্ত-লিটনকে ওপেনিংয়ে পাঠানো হয়। এবার প্রস্তুতি ম্যাচে নতুন জুটি নিয়ে হাজির সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সোমবার টাইগারদের উদ্বোধনী জুটিতে দেখা গেছে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী মিরাজকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে সোমবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে বোলিং করে বাংলাদেশ দল। মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ইনিংস শেষে আফগানদের সংগ্রহ ১৬০ রান।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে জবাবে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী মিরাজ। তবে সফলতার মুখ দেখেনি এ জুটিও। ১২ রান করে শান্ত ফারুকির বলে বোল্ড হলে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বেশিক্ষণ থিতু হতে পারেননি সাকিব-সৌম্যও।
চার বলে ১ রান করে আউট হয়েছেন সৌম্য। সমান ১ রান করে সাকিবও আউট হয়েছেন ফারুকির বলে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ রানে ৪ উইকেট। ১৮ বলে ১০ রান করে অপরাজিত আছেন মেহেদী মিরাজ।