ভারতের ঠিকানা চার তারকা হোটেলে, পাকিস্তান আছে পাঁচ তারকায়

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তারকাখচিত দল নিয়েই গেছে ভারত। তবে রোহিত শর্মাদেরকে চার তারকা হোটেলে তুলেছে বিশ্বকাপ কর্তৃপক্ষ।

অথচ বাবর আজমের পাকিস্তানের ঠিকানা হয়েছে পাঁচ তারকা হোটেলে। ভারত-অস্ট্রেলিয়া যখন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে, তার ঠিক আগে সামনে এসেছে এমন খবর।

নির্ভরযোগ্য সূত্র ধরে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানাচ্ছে, ব্রিসবেনে ভারতীয় দলকে একটি চার তারকা হোটেলে রাখা হয়েছে বলে খবর। সেখানে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রয়েছেন পাঁচ তারকা হোটেলে। যদিও এই নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো অভিযোগ আসেনি।

পাকিস্তান দলও টি-২০ বিশ্বকাপ খেলতে বর্তমানে অবস্থান করছে অস্ট্রেলিয়ায়। সেখানে অবশ্য ভারতের মতো পরিস্থিতিতে পড়েনি বাবর আজমের দল। পাঁচ তারকা হোটেলের সুবিধা ভোগ করছে দলটি। স্বাগতিক অস্ট্রেলিয়াও আছে পাঁচ তারকা এক হোটেলেই।

যে কোনো আইসিসি ইভেন্টে প্রতিটি দলের জন্য টিম হোটেল-সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের দায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার। তবে আয়োজক দেশেই সবকিছুর আয়োজনে থাকে। আর সে কারণেই নিজেদের ক্রিকেটারদেরকে তুলনামূলক ভালো হোটেলে রেখে রোহিত শর্মাদের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চার তারকা হোটেলের ব্যবস্থা করাটা দৃষ্টিকটু মনে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।