ফিঞ্চ-উইলিয়ামসনদের মতে বিশ্বকাপ জিততে যা প্রয়োজন

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা। বাছাইপর্বের প্রথম দিনের খেলায় মাঠে নামবে শ্রীলঙ্কা এবং নামিবিয়া। এর আগে আজ শনিবার মেলবোর্নে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকাপে অংশগ্রহণ করা সব দলের অধিনায়কদের নিয়ে মিলন মেলা। যার নাম ছিল ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’। এখানে উপস্থিত ছিলেন এ্যারন ফিঞ্চ থেকে শুরু করে সাকিব আল হাসান-রোহিত শর্মারা।

মেলবোর্নের রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক অধিনায়কদের কাছে জানতে চান বিশ্বকাপ জিততে কি প্রয়োজন। এমন প্রশ্নের জবাবে অজি অধিনায়ক এ্যারন ফিঞ্চ জানালেন, শুধু ১১ জন নয় দলে থাকা সকল খেলোয়াড়ের অবদান প্রয়োজন বিশ্বকাপ জিততে।

ফিঞ্চ বলেন, ‘শুধু ১১ জন আপনাকে বিশ্বকাপ এনে দিতে পারবে না। সবারই অবদান রাখতে হবে। আমার মনে হচ্ছে সবদিক থেকেই ভারসাম্যপূর্ণ একটি দল রয়েছে আমাদের। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই আমাদের কয়েকজন ম্যাচ উইনার আছে।’

একই প্রশ্ন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনের কাছে ছুঁড়ে দিলে তিনি বলেন, ‘টুর্নামেন্টে যেকোন দিন যেকোন কিছু ঘটতে পারে। দলগুলো দেখলে বোঝা যায় সবারই প্রচুর ম্যাচ উইনার রয়েছে।’

শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা প্রশ্নের উত্তরে বলেন, ‘দারুণ একটা এশিয়া কাপের পর আমরা অনেক আত্মবিশ্বাসী। আমরা আমাদের ব্যাটিংয়ে ফোকাস করছি। গ্রীষ্মের শুরুতে কন্ডিশন কিছুটা ভিন্ন হতে পারে। এছাড়া বোলাররাও ভালো অবস্থায় আছে। চামিরা ও লাহিরু কুমারা আমাদের মাঝে ফিরে এসেছে যা আমাদের বাড়তি সুবিধা দেবে।’