মাহমুদউল্লাহ রিয়াদকে পেছনে ফেলতে প্রয়োজন ছিল ৬১ রান। গত কিছুম্যাচ যেভাবে সাকিব আল হাসান, তাতে মনেই হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে একটি মাইলফলক স্পর্শ করে ফেলতে পারেনে বিশ্বসেরা এই অলরাউন্ডার। অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন, কৃতিত্বটা বিশ্বকাপের মঞ্চেই গড়বেন তিনি।
কিন্তু অস্ট্রেলিয়া পর্যন্ত যেতে হয়নি। তার আগেই বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের মর্যাদা নিজের করে নিলেন সাকিব।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭০ রান করার পথে মাহমুদউল্লাহ রিয়াদকে পেছনে ফেলে দিলেন তিনি। ১২১ ম্যাচে ২১২২ রান সংগ্রহ করেছিলেন রিয়াদ। ২৩.৫৭ গড়ে, ১১৭.৩০ স্ট্রাইকরেটে এই রান করেন সাবেক এই অধিনায়ক।
আজ কিউইদের বিপক্ষে ৬১ রান করার পরই মাহমুদউল্লাহ রিয়াদকে ছুঁয়ে ফেলেন তিনি। এরপর নিজেকে ছাড়িয়ে যেতে থাকেন সাকিব। তিনি থামেন ৭০ রানে। আর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের ভূমিকায় রিয়াদের চেয়ে ৯ রান এগিয়ে গেলেন তিনি।
সাকিবের নামের পাশে এখন শোভা পাচ্ছে ১০৩ ম্যাচে ২১৩১ রান। গড় ২৩.৪১ করে। স্ট্রাইক রেট ১২১.৪৯ রান করে।