সাকিবের চোখধাঁধাঁনো ফিফটি

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছেন সাকিব আল হাসান। ইতোমধ্যে অসাধারণ ফিফটি তুলে নিয়েছেন। ফিফটির পর চওড়া ব্যাটে কিউই বোলারদের পিটিয়ে তুলোধুনো করছেন এই অলরাউন্ডার।

ব্যাকফুটে গিয়ে পুল করে সিঙ্গেল, তাতেই ক্যারিয়ারের ১১তম ফিফটি পেয়ে গেলেন সাকিব আল হাসান। নামার পর থেকেই দারুণ ইতিবাচক বাংলাদেশ অধিনায়ক, স্পিনারদের বিপক্ষে তার শটের প্লেসমেন্টও ছিল আজ দুর্দান্ত।

১৯ তম ওভারের খেলা শুরু হচ্ছে। সাকিব ৪৩ বল খরচা করে ৭০ রান তুলে নিয়েছেন। তাকে সঙ্গ দিচ্ছেন মোসাদ্দেক ৫ রানে।

এর আগে গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের জোড়া অর্ধশতকে বাংলাদেশের সামনে ২০৯ রানের বিশাল টার্গেট দাঁড় করিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০৮ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন কনওয়ে। এ ছাড়া ২৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ফিলিপস।

এদিকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও এবাদত হোসেন। এ ছাড়া একটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।