যুক্তরাষ্ট্রের চাপের বাইরে গিয়ে ওপেক প্লাস তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে মস্কো সফরে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। মঙ্গলবার (১১ অক্টোবর) তাদের বৈঠকের কথা রয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি পরিস্থিতি এ দুই নেতার বৈঠকের মূল এজেন্ডা হতে পারে।
আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ডব্লিউএএম সোমবার (১০ অক্টোবর) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের রাশিয়া সফরের তথ্য জানায়। রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত ওপেক প্লাস গ্রুপের সদস্য।
গত বুধবার তেল-উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর জোট ওপেক প্লাস দৈনিক ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ব্যাপারে একমত হয়। ২০২০ সালের পর থেকে যা সর্বোচ্চ। বৈশ্বিক সরবরাহে এ হার প্রায় ২ শতাংশের সমান।
ডব্লিউএএম এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ ও ভ্লাদিমির পুতিন নিজেদের দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যার সমাধন নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া দুই দেশের অভিন্ন স্বার্থ আরও এগিয়ে নেওয়ার বিষয়টিও তাদের আলোচনার মধ্যে থাকবে।