কাউকে জবাবদিহি করতে এখানে আসিনি: রিজওয়ান

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ফর্মে আছেন মোহাম্মদ রিজওয়ান। এরপর ঘরের মাঠেও দারুণ পারফর্ম করলেন। সেই ধারাবাহিকতা রাখলেন নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও।

এদিন বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫০ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানের এ উইকেটকিপার-ব্যাটার।

এরই সঙ্গে তিন বিশ্বরেকর্ড গড়লেন এ ওপেনার। আর শুক্রবার বাংলাদেশকে হারিয়েই সমালোচকদের একহাত নিলেন রিজওয়ান।

এ উইকেটকিপার-ব্যাটারের সাফ জানিয়ে দিলেন, তারা কাউকে জবাবদিহি করার জন্য দেশের হয়ে খেলেন না।

ক্ষোভের সুরে রিজওয়ান বললেন, ‘কাউকে জবাবদিহি করা জন্য আমরা এখানে আসিনি। ক্রিকেট খেলাটাই আমাদের কাজ এবং আমরা সেটাই করছি। যারা প্রশ্ন করছেন, তারা পাকিস্তানের ভালোর জন্য ভাবলে স্বাগত জানাই। পাকিস্তানের জন্য আমাদের ভাবনাও ইতিবাচক। আশা করি, তারাও আমাদের দলের প্রতি যত্নশীল হবেন।’

কথাগুলো যে নিজ দেশের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকেও উদ্দেশ্য করে বলেছেন রিজওয়ান, তা বুঝতে অসুবিধা হবে না ক্রিকেটভক্তদের।

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তান দলের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফকে প্রশ্ন করেন ওয়াসিম আকরাম, ‘মাঠের সবদিকে, ৩৬০ ডিগ্রি এলাকায় শট নিতে বললে হবে না। সেটা কঠিন। অন্তত ১৮০ ডিগ্রি এলাকায় কেন শট নিতে পারবে না ব্যাটাররা? তুমি কি ওদের সেই অনুশীলন করাও না? তুমি যদি ওদের অনুশীলন করাও, তাহলে কেন ওরা ম্যাচে নিজেদের প্রয়োগ করতে পারছে না?’

এবার টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটার বললেন, ‘আমরা সকলেই চেষ্টা করছি। ক্রিকেটার বা দল পরিচালন কমিটির সকলেই চেষ্টা করছে। নিজেদের দুর্বলতাগুলো নির্দিষ্ট করে কাজ করছি। আমরা সকলেই মানুষ। আমরা মনে হচ্ছে আমাদের খানিকটা উন্নতিও হয়েছে।’

প্রসঙ্গত, এশিয়া কাপে দলের মিডলঅর্ডার ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্স, ওপেনিংয়ে মন্থর গতির ব্যাটিং ও বাবর-রিজওয়ানের কম স্ট্রাইকরেট, ফাইনালে শ্রীলংকার বিপক্ষে হার – এসব নিয়ে তুমুল সমালোচনায় বিধ্বস্ত হয় পাকিস্তান দল।

এরপর লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হেরে সিরিজ হাতছাড়া হলে সেই সমালোচনা আরও তীব্রতর হয়। পাকিস্তানের সমর্থকরা তাদের ক্ষোভ প্রকাশ করে তুমুলভাবেই। তারা খুশদিল শাহের বিরুদ্ধে স্লোগানও তুলে।

এসব সমালোচনার বিপরীতে পাকিস্তান অধিনায়ক কিছু না বললেও এবার মুখ খুললেন ওপেনিংয়ে তার সতীর্থ রিজওয়ান।