ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহরে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ১১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।
শনিবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে নাসিকের আওরঙ্গাবাদ সড়কে বাসটির সঙ্গে একটি ট্রাককে ধাক্কা লাগার পর সেটিতে আগুন ধরে যায়। খবর এনডিটিভির।
নাসিকের ডেপুটি পুলিশ কমিশনার আমোল টামবে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা যায় দুর্ঘনার পর পুরো বাসটিতে আগুন জ্বলছে। এ সময় দমকল কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।
মহারাষ্ট্র রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছে।