সৌদি আরবের জেদ্দায় মুহাম্মদ বেলাল উদ্দিন নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দেশটির জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, বেলাল উদ্দিন সৌদি আরবের একটি কোম্পানির গাড়ীর ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। গত ৪ দিন আগে বুকের ব্যাথা অনুভব করলে নিজেই জেদ্দা কিং আব্দুল আজিজ হাসাপাতালে ভর্তি হন।
পরিবার গত ৪ দিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে ইকামা চেক করে জানতে পারেন তিনি আব্দুল আজিজ হাসপাতালে মারা গেছেন।
জেদ্দা প্রবাসী মুহাম্মদ বেলাল উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ার বাসিন্দা। তিনি সাবেক ইউপি মেম্বার কবির আহমদের ছেলে।