বিশ্বের সবচেয়ে আলোচিত ও সম্মানজনক নোবেল পুরস্কার ঘোষণা শুরু হবে আজ সোমবার।
প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে সুইডিশ একাডেমি।
নোবেল কমিটির ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রথম দিন চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরদিন বুধবার রসায়নে নোবেল বিজয়ীর নাম।
সবচেয়ে আগ্রহ এবং আলোচিত নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণা করা হবে ৬ অক্টোবর (বৃহস্পতিবার)। এরর পর ৭ অক্টোবর (শুক্রবার) শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে হবে।
এবছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য পাবনার ঈশ্বরদীর কৃতীসন্তান ডা. রায়ান সাদী মনোনীত হয়েছেন।
১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্যদিয়ে শেষ হবে ২০২২ সালের নোবেল পুরস্কার ঘোষণা।
ঈশ্বরদীর কৃতীসন্তান ডা. রায়ান সাদী মনোনীত : নোবেল শান্তি পুরস্কারের জন্য ঈশ্বরদীর কৃতীসন্তান ডা. রায়ান সাদী মনোনীত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৪০তম ব্যাচের শিক্ষার্থী।
যুক্তরাষ্ট্রের টেভোজেন বায়ো কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. রায়ান সাদী ঢামেক থেকে এমবিবিএস শেষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানে লিডারশিপ, ইয়েল ইউনিভার্সিটি থেকে হেলথ পলিসি ও অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।