এক-দুদিন হকিস্টিক নিয়ে একটু নাড়াচাড়া করেছি: মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে অফুরন্ত সময় পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

পরিবারকে সময় দিচ্ছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক।

শুক্রবার দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি’র লোগো উন্মোচন অনুষ্ঠানেও যোগ দিলেন তিনি।

সেখানে তিনি জানালেন, ক্রিকেট নয় হকি খেলায় ক্যারিয়ার গড়ার পদক্ষেপ নিয়েছিলেন। দু-এক দিন হকিস্টিক নিয়ে নাড়াচাড়া করেছেন। তবে সেখানে শুরুতেই ব্যর্থ হন। যে কারণে আজ তিনি বাংলাদেশ দলের অন্যতম ক্রিকেটার।

হকি নিয়েও স্মৃতিকাতর হন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘হকি নিয়ে আমার একটাই স্মৃতি। তখন সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়ি। ওই সময় একটা স্কুল হকি টুর্নামেন্ট ছিল। স্কুল টুর্নামেন্টের বাছাইয়ের জন্য সম্ভবত একদিন বা দুদিন গিয়েছিলাম। তখন ওই এক-দুদিন হকিস্টিক নিয়ে একটু নাড়াচাড়া করেছি আর কি।’

সাংবাদিকরা প্রশ্ন করেন— বাছাইয়ে টিকেছিলেন? মাহমুদউল্লাহ জানালেন ‘নাহ টিকিনি। টিকিনি দেখেই তো আলহামদুলিল্লাহ ক্রিকেটে আছি।’

হকির ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য শুভকামনা জানান পঞ্চপাণ্ডবখ্যাত তারকা।

মাহমুদউল্লাহ বললেন, ‘আমার মনে হয় হকি ফ্র্যাঞ্চাইজি লিগ খুব ভালোই হবে। আমরা যেটা ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল খেলি সেটি ভালো একটা টুর্নামেন্ট হয় এবং আমাদের সেরা টুর্নামেন্ট বাংলাদেশের। ইনশাআল্লাহ হকিতেও শুরু হচ্ছে। হকির টুর্নামেন্টেও অনেক সুন্দর হবে আশা করি।’