হকি বিশ্বকাপ জিতুক বাংলাদেশ, চাওয়া নাজিফা তুষির

জমকালো অনুষ্ঠানে গতকাল উন্মোচিত হয়েছে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র লোগো। সময়ের আলোচিত সিনেমা ‘হাওয়া’র নায়িকা নাজিফা তুষিও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সেখানে তুষি জানালেন হকি নিয়ে তার চাওয়া। আশাবাদ ব্যক্ত করলেন বাংলাদেশের বিশ্বকাপ জয়েরও।

তুষি সিনেমার মানুষ, তার কাজটা আর যাই হোক, খেলাধুলা নিয়ে নয়। তবু খেলাধুলা নিয়মিত দেখার চেষ্টা করেন। জানালেন, ‘প্রথমত আমি খেলাধুলার মানুষ নই। আমার কাজের জায়গাটা আলাদা। তবে হ্যাঁ, যে কোন খেলাই আমার ভালো লাগে। যতটা সম্ভব হয়, আমি খেলা দেখার চেষ্টা করি।’

হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্যোগটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তুষি। জানালেন, ‘হকি ভালো লাগে। তবে আমাদের দেশে ক্রিকেটের মতো চর্চাটা হকি নিয়ে হয় না। যে উদ্যোগটা নেওয়া হয়েছে এবার, সেটা হকির জন্য বেশ ভালো। এই আয়োজনে হকির জনপ্রিয়তা অবশ্যই বাড়বে। কিছুক্ষণ আগে হকির ছেলেমেয়েদের পারফরম্যান্স দেখছিলাম। দারুণ, আমি মুগ্ধ হয়েছি। আমরা যদি ঠিকঠাক পরিকল্পনা করি এবং সমর্থন দেই তাহলে হকির সামনে ভালো সম্ভাবনা রয়েছে।’

এরপরই তুষি জানালেন হকি নিয়ে তার প্রত্যাশাটা। বললেন, ‘আমি চাই হকি বিশ্বকাপ জিতুক। এটাই প্রত্যাশা। কারণ আমাদের দেশের মানুষ অনেক স্ট্রং। খেলাধুলার বিষয়ে তারা খুবই এনার্জেটিক হয়। তাই হকি কেন পিছিয়ে থাকবে?’

খেলাধুলা নিয়ে সিনেমা হরহামেশাই হয়, যদিও বাংলাদেশে এর হারটা বেশ কম। তবে যদি এমন কিছু বাংলাদেশে হয়, তাতে অভিনয় করতে বিনা বাক্য ব্যয়ে রাজি তুষি। বললেন, ‘অবশ্যই অভিনয় করব, এজন্যেই তো দেখলেন না, শেখার অনুশীলন করছি, যদি কাজে লেগে যায়! খেলায় অবদান রেখেছেন, যার জীবনে খেলা নিয়ে অনেক গল্প আছে, সেটা যে খেলারই হোক, এমন কারো চরিত্রে অভিনয় করতে পারলে ভালো লাগবে।’