ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়ে গেছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে ৭ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবেন টাইগাররা।
তার আগেই বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার রাতে বিসিবির অফিসিয়াল পেজে লাল ও সবুজ রঙের মিশেলে বানানো জার্সি প্রকাশ করা হয়।
একটি ভিডিওর মাধ্যমে জার্সিটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিকেটপ্রেমীদের সামনে তুলে ধরা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, জার্সির থিমে রয়েছে সুন্দরবনের গাছের পাতার ফাঁক গলে চেয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার। আর তার পেছনে ঐতিহ্যবাহী জামদানি।
জার্সিতে গাঢ় সবুজ রঙের সঙ্গে ব্যবহার করা হয়েছে টকটকে লাল রঙ। রয়েছে জলছাপ। বুকের বাম পাশে বিসিবি ও ডান পাশে বিশ্বকাপের লোগো। বুকের নিচে সাদা রঙে লেখা দেশের নাম।
জার্সিটি মনে ধরেছে দেশের ক্রিকেটপ্রেমীদের। এটি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকের মতে, এ যাবত হয়ে যাওয়া বিশ্বকাপের চেয়েও সুন্দর ও দারুণ জার্সি এবারেরটি।
কেউ কেউ বলছেন, ডিজাইন ও কনসেপ্ট দুটোই দারুণ হয়েছে।
অনেকে আবার জার্সির প্রশংসা করার পর লিখেছেন— মাঠের পারফরম্যান্স আরও ভালো চাই।
কেউ কেউ লিখেছেন, জার্সি তো মন ভরিয়ে দিল। এবার খেলায় জিতে মন খুশি করে দিন।