চীনের উত্তরপূর্বাঞ্চলের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩ জন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে অগ্নিকাণ্ডে হতাহতের এই খবর দেওয়া হয়েছে।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, উত্তরপূর্বাঞ্চলের চ্যাংচুন শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় সময় বেলা ১২টা ৪০ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ইরানে বিক্ষোভে খোলা চুল বাঁধার ভিডিও ভাইরালের পর সেই তরুণী খুন
পরে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ সময় দুর্ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।