কিউবায় হারিকেন ‘ইয়ান’-এর তাণ্ডবে অন্তত ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এখন পর্যন্ত একজনের প্রাণহানির খবর মিলেছে।
ক্যাটাগরি থ্রির ঘূর্ণিঝড়ের দাপটে লণ্ডভণ্ড গোটা দেশ। ধসে পড়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। খবর এপির।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে— ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে ঝড়টি এগিয়ে যাচ্ছে ফ্লোরিডার দিকে। মেক্সিকো উপকূলে শক্তি সঞ্চয় করে বুধবার ভোর নাগাদ আছড়ে পড়বে মার্কিন ভূখণ্ডে।ঝড়ের প্রভাবে এরইমধ্যে ভারি বৃষ্টিপাত হচ্ছে। রয়েছে জলোচ্ছ্বাস-বন্যার পূর্বাভাসও।
বিশেষজ্ঞরা বলছেন, এক শতকের মধ্যেও এতটা শক্তিশালী হারিকেনের মুখোমুখি হয়নি ফ্লোরিডা। তাই ২০ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া জোরেশোরে চলছে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি।
সাম্প্রতিক কিউবা অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। যার ফলে খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে।