দ্রাবিড়কে পেছনে ফেললেন কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ রানের ক্ষেত্রে সাবেক ব্যাটার ও বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলেছেন দলটির সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

হায়দারাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪৮ বলে ৬৩ রান করেন কোহলি। এই ইনিংসের সুবাদেই দ্রাবিড়কে ছাড়িয়ে যান তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে দ্রাবিড়ের চেয়ে এখন ১৪ রানে এগিয়ে কোহলি। ভারতের হয়ে ৪৭১ ম্যাচে কোহলির নামের পাশে এখন ৭১টি সেঞ্চুরিসহ ২৪০৭৮ রান রয়েছে। গড়- ৫৩ দশমিক ৬২।

অন্যদিকে ৫০৪ ম্যাচ খেলে দেশের জার্সিতে ২৪০৬৪ রান করেছেন দ্রাবিড়। ব্যাট হাতে ৪৮টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

ভারত তথা পুরো বিশ্বে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি শচীন টেন্ডুলকারের দখলে। ৬৬৪ ম্যাচে একশটি সেঞ্চুরিসহ ৪৮ দশমিক ৫২ গড়ে ৩৪৩৫৭ রান করেছেন টেন্ডুলকার।