আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেন ক্রিকেট লিগ। টুর্নামেন্টের সামনে রেখে গতকাল অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট। যেখানে বাংলাদেশ থেকে দল পেয়েছেন একাধিক ক্রিকেটার। ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছিলেন তামিম ইকবাল,
আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরি। সেখান থেকে দল পেয়েছেন ৪ জন ক্রিকেটার। তাদের মধ্যে দুজনে দল পেয়েছে বাংলাদেশের দল বাংলা টাইগার্স।
ড্রাফটের আগেই আইকন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে আগেই দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। তবে ড্রাফট থেকে তারা আরো দলে নিয়েছে দুই বাংলাদেশি ক্রিকেটারকে।
তারা হলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। ড্রাফট থেকে তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে টিম আবুধাবি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স শেষ মুহূর্তে দলে ভিড়িয়েছে তাসকিন আহমেদকে।