বিমানবন্দরের রানওয়েতে নামতে না পেরে একটি লেকের পাড়ে মুখ থুবড়ে পড়েছে একটি বিমান। শনিবার ফ্রান্সের মন্টিপেলিয়ার শহরের দক্ষিণাঞ্চলের একটি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মুখ থুবড়ে পড়া বিমানের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার একটি কার্গো বিমান বিমানবন্দরের রানওয়েতে নামার সময় দিকপরিবর্তন করায় সেখানকার একটি লেকের পাড়ে গিয়ে আটকে যায়। এতে সেই বিমানবন্দরে বিমান উঠানামা আড়াইদিন বন্ধ রাখে কর্তৃপক্ষ।
ওয়েস্ট আটলান্টিক বোয়িং নামের ৭৩৭ নামের উড়োজাহাজ শনিবার সকালে দুর্ঘটনার সম্মুখীন হয়। সেটি রানওয়েতে নামতে না পারলেও লেকের পাড়ে গিয়ে থামতে সক্ষম হয়েছিল।
ফ্রান্সের ব্যুরো অব ইনকোয়ারি অ্যান্ড অ্যানালাইসিস ফর সিভিল এভিয়েশন সেফটির প্রকাশিত ছবি অনুযায়ী, বিমানটি লেকের পাড়ে আটকে আছে। তার নাম পানির সঙ্গে স্পর্শ করেছে।
ফ্রান্স মেট্রোপলিশ থেকে বিমানবন্দরটি চার মাইল দূরে। তবে সেখানে ছয়জন অগ্নিপ্রতিরোধক যোদ্ধা ছিলেন। এ ঘটনায় একটি তদন্ত চলমান রয়েছে। দুর্ঘটনার শিকার বিমানকে সরাতে আড়াইদিন লেগেছে। এতে ফ্রান্সের ব্যস্ততম বিমানবন্দরটি তে কার্গো ও যাত্রীবাহীন উঠানামা করেনি।